Logo
×

Follow Us

জেলার খবর

শেরপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ২০

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৮:১৬

শেরপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষে আহত ২০

আন্দোলনকারী সাথে পুলিশের সংঘর্ষ। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরে কোটাবিরোধী আন্দোলনকারী সাথে পুলিশের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল ছুঁড়েছেন। এ সংঘর্ষের ঘটনায় শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র রঘুনাথ বাজার এলাকায় যান চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় থমথমে বিরাজ করছে।

আহতদের মধ্যে সাংবাদিক জাহিদ হোসেন খোকন, জাকির, জান্নাতুল মিম, তুহিন, সুজন, নাহিম, মাসুদ রানা, তাসদিত, রিয়া, তালহাজ, লোকশন, শরিফ সহ আরো অনেকেই শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, আজ বিকেল ৩টায় শেরপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে কোটা বিরোধী আন্দোলনকারীরা প্রথমে বিক্ষোভ মিছিলে বের করে শহরে প্রবেশ করে। এর কিছুক্ষণ পর ছাত্রলীগের একটি মিছিল শহরে প্রবেশ করে।‌ এসময় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ বেঁধে যায়। 

এসময় পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে প্রথমে আন্দোলনকারীরা পিছিয়ে গেলেও কিছুক্ষণ পর আবারও তারা শহরের নিউমার্কেট মোড় থেকে সঙ্ঘবদ্ধ হয়ে থানা মোড়ে অবস্থান নেয়। এতে পিছিয়ে যায় ছাত্রলীগ ও পুলিশ। পরবর্তীতে পুলিশ আবার সংঘবদ্ধ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ আবারো কয়েক রাউন্ড গুলি এবং কেয়ার সেল নিক্ষেপ করে। এভাবেই সন্ধ্যা পর্যন্ত চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। এদিকে এই সংঘর্ষের সময় ইট পাটকেল নিক্ষেপের ফলে জাহিদ হাসান খোকন নামে এক সাংবাদিক আহত হন। এছাড়াটি আসেন ও বিক্ষোভকারীদের ইটের আঘাতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫