জামালপুরে সাধারণ শিক্ষার্থীরা কোটা সংস্কার এবং সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার বিচারের দাবিতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী জামালপুর রেলওয়ে স্টেশন জংশনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ ট্রেন অবরোধ করে রাখে।
এতে ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-তারাকান্দি-ভুয়াপুরগামী রুটে চলাচলকারী অন্য ট্রেনগুলোর শিডিউল বিপর্যয় হতে পারে।
এরআগে তারা শহরের বিভিন্নস্থান থেকে জড়ো হয়ে খণ্ড খণ্ড মিছিল বের করে স্টেশন এলাকায় অবস্থান নেয়। এসময় এলাকায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে পুলিশ অবস্থান নেয়।
এদিকে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল থেকে উপস্থিত হয়েছেন দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ নেতারা ছাত্রআন্দোলনের নামে সরকার পতনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে বক্তব্য রাখেন। তারা নৈরাজ্য প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দেন।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh