ঝিনাইদহে এমপির গাড়ি ভাঙচুর

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের সময় আওয়ামী লীগ নেতা ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় শৈলকুপার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে সংঘর্ষে আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিবসহ বেশ কিছু নেতাকর্মী আহত হন বলে এমপির ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে অবস্থান নেয়। এসময় ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ঝিনাইদহ শহর থেকে নির্বাচনী এলাকা শৈলকুপায় যাওয়ার সময় গাড়াগঞ্জ বাজারে পৌঁছালে কোটা বিরোধী শিক্ষার্থীদের সামনে পড়েন। এসময় এমপির গাড়ি আটকে দিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এমপি নায়েব আলী জোয়ারদার এসময় অক্ষত অবস্থায় নিরাপদ স্থানে চলে যান। আন্দোলনকারীরা গাড়াগঞ্জ বাজারের পাশে যুবলীগ নেতা শামিম হোসেন মোল্লার আলিশান বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh