মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ডহরি-তালতলা খাল থেকে নিষিদ্ধ ৫টি বাল্কহেড জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাল্কহেডে থাকা ৬ জন শ্রমিককে আটক করা হয়।
গতকাল শনিবার (২৭ জুলাই) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েসুর রহমান।
তিনি জানান, বিকেল থেকে অভিযান পরিচালনা করে ৫টি অবৈধ বাল্কহেড ও ছয়জনকে আটক করেছি। তাদের মালিকপক্ষকে তলব করেছি। ইতোমধ্যে কয়েকজন চলে এসেছেন। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করবো।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh