কোটা সংস্কার আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানায় হামলা করার ঘটনায় ১৬ শিক্ষার্থীর মধ্যে ১২ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার (২৯ জুলাই) সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামিদের হাজির করলে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ বছরের নিচে বয়স হওয়ায় ৪ জন শিক্ষার্থীর রিমান্ড নামঞ্জুর করেন একই আদালত। তবে তাদের বিষয়ে মঙ্গলবার শিশু আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সেলিম বলেন, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলায় আটক ১৬ জনের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের কাজে বাধাদানসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
এদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ আদালতে আটক ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন।
এসময় অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ অর্ধশতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh