Logo
×

Follow Us

জেলার খবর

নরসিংদী কারাগারে হামলা: কারারক্ষীসহ ৮২ জন সাময়িক বরখাস্ত

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১৮:৫০

নরসিংদী কারাগারে হামলা: কারারক্ষীসহ ৮২ জন সাময়িক বরখাস্ত

নরসিংদী জেলা ম্যাপ। ফাইল ছবি

নরসিংদী কারাগারে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ, অস্ত্র, গুলি লুটসহ ৮২৬ জন আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ৫ কর্মকর্তাসহ ৮২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এদের মধ্যে জেল সুপার ও জেলারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাময়িক বরখাস্ত ও বাকি ৭৭ জনকে কারা অধিদপ্তর থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (২৯ জুলাই) স্বাক্ষরিত এক নির্দেশনার প্রেক্ষিতে তাদের বরখাস্ত করার ঘোষণা দেয় কারা কর্তৃপক্ষ। বুধবার (৩১ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন  নরসিংদী কারাগারে সদ্য যোগ দেয়া জেলার আবু ইউসুফ। অন্যদিকে জেল থেকে পালিয়ে যাওয়া ৮২৬ বন্দির মধ্যে ৫৮২ জন আদালতে আত্মসমর্পণ করেছে। 

এর আগে গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটিয়ে ৯ জন জঙ্গিসহ ৮২৬ আসামিকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরনের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল।

ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫