Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে কোটা আন্দোলনের সমন্বয়ক গ্রেপ্তার

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ১৩:০৪

চট্টগ্রামে কোটা আন্দোলনের সমন্বয়ক গ্রেপ্তার

শিক্ষার্থী আদনান শরীফ। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সমন্বয়ক আদনান শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে নগরীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে পাঁচলাইশ থানার এস আই ইমাম হোসেন জানান, গত ১৬ জুলাই মুরাদপুরে সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। তিনি ঘটনায় জড়িত। এ জন্য তাকে পাঁচলাইশ থানার হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫