কালীগঞ্জে আটক ৫ শিক্ষার্থীকে ছেড়ে দিল পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ২১:৫৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল থেকে আটককৃত শিক্ষার্থী।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিলের অংশ হিসাবে ঝিনাইদহের কালীগঞ্জে আটক পাঁচ শিক্ষার্থীকে আড়াই ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ শহরের সরকারী মাহতাব উদ্দীন ডিগ্রী কলেজে শিক্ষার্থীরা জড় হতে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পাঁচ শিক্ষার্থীদের আটক করে পুলিশ।
পরে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের থানায় ডেকে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
থানায় নিয়ে আসা শিক্ষার্থীরা হলেন, মাদ্রাসা শিক্ষার্থী মাহফুরুজুর রহমান, বায়েজিদ হোসেন, কলেজ শিক্ষার্থী দুলাল হোসেন, মোয়াজ বিন সাইফুল ও সাদিকুজ্জামান।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ জানান, আমরা নিরাপত্তার স্বার্থে তাদের থানায় নিয়ে এসেছিলাম। পরে তাদের অভিভাবকদের ডেকে ছেড়ে দেওয়া হয়েছে।