কক্সবাজারের রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের উত্তর শ্রীকুল গ্রামের অজিত হোড়ের ছেলে জয় হোড় (২৫) পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। গত (২৯ জুলাই) রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি জয়।
এ ঘটনায় গত (৩০ জুলাই) জয়ের পিতা অজিত হোড় রামু থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। পেশায় জয় হোড় একজন ইলেকট্রিশিয়ান। বাড়ির পাশের একটি দোকানে ইলেকট্রিশিয়ানের কাজ করতেন তিনি।
নিখোঁজ জয়ের পিতা অজিত হোড় বলেন, গত ২৯ জুলাই রাত ১০টার দিকে দশ মিনিটের জন্য জয় ঘর থেকে বের হয়। ঘণ্টা পার হলেও ঘরে না ফেরায় তার মোবাইলে অনেকবার ফোন করি। রাত পৌনে ১১টার দিকে একবার ফোন ধরে একটা অনুষ্ঠানে আছি বলে ফোন কেটে দেয়। এতে আরো সন্দেহ বাড়ে আমার। তার পরে জয়ের নম্বরে আরো কয়েকবার ফোন করি, ফোন ধরে না। সেদিন রাত পৌনে দুইটা থেকে ফোন বন্ধ পাওয়া যায়।
অজিত বলেন, ছেলের সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তর, আদালতসহ সম্ভাব্য সবখানে খোঁজ নিয়েও ব্যর্থ হয়েছি। এর মধ্যে কেউ মুক্তিপণও দাবি করেনি।
জয়ের মা শৈল বালা হোড় বলেন, জয় নিরীহ প্রকৃতির ছেলে, তার কোন শত্রু নেই। কোনদিন পাড়ায় কারও সাথে ঝগড়াও করেনি ৷ আমার একমাত্র ছেলে জয়৷ পাঁচদিন ধরে মুখে খাবার উঠেনি আমার। বারবার জ্ঞান হারিয়ে ফেলছি। এখন আমার ছেলে কী বেঁচে আছে, না মারা গেছে কেউ নিশ্চিত হতে পারছে না।
জয়ের প্রতিবেশী সাদেক মাহমুদ বলেন, জয় খুব শান্তশিষ্ট ছেলে। কোনো দিন তার সম্পর্কে খারাপ কথা শোনা যায়নি। আর পরিবারটিও এমন সচ্ছল নয় যে, মুক্তিপণের আশায় কেউ তাকে অপহরণ করবে। কী কারণে সে নিখোঁজ বুঝে উঠতে পারছি না।
এ ব্যাপারে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, বিষয়টি অবগত হওয়ার পর নিখোঁজ যুবকের সন্ধানে আন্তরিকভাবে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে সব থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। নিখোঁজ যুবকের মোবাইলের শেষ লোকেশন উত্তর ফতেখাঁরকুল দেখিয়েছে। সেখানে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন বলে জানান ওসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh