Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১৬:৪৬

ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহে আজও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা।

আজ শনিবার (৩ আগস্ট) সকালে শহরের আরাপপুর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রেরণা একাত্তর চত্বর ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশে। এর আগে শহরের প্রধান প্রধান সড়কে বাঁশ ফেলে ব্যারিকেড দেয় কোটা বিরোধী আন্দোলন কারীরা। পুরো শহরে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক শারমিন আক্তারসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা, সারাদেশে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবিসহ তাদের ৯ দফা দাবি পুড়নে সরকারের প্রতি আহ্বান জানান। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫