Logo
×

Follow Us

জেলার খবর

নিহত ছাত্র-জনতার স্মরণে বরিশালে আলোর মিছিল

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ২০:৫৮

নিহত ছাত্র-জনতার স্মরণে বরিশালে আলোর মিছিল

মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণ ও জড়িতদের বিচার দাবিতে বরিশালে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ শনিবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় আলোর মিছিল।

এর আগে বিকেলে অশ্বিনী কুমার হল চত্বরে কোটা আন্দোলনে ছাত্র-জনতা হত্যার প্রতিবাদ এবং সরকারের পদত্যাগ দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে শতশত শিক্ষার্থী কোটা আন্দোলনে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। তারা হত্যার দায় নিয়ে সরকারের পদত্যাগ দাবি জানান। তাদের এই কর্মসূচিতে শিক্ষার্থী ছাড়াও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

শহীদ মিনারে প্রতিবাদী কর্মসূচিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে। নয়তো হত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সড়ে দাঁড়ানোর আহ্বান জানান শিক্ষার্থীরা।

পাশাপাশি তাদের ঘোষিত ৯ দফা দাবি অবিলম্বে মেনে নেওয়ার দাবি জানানো হয়। পরে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির শেষ হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫