চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৩ আগস্ট) বিকেল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ শেষে যাওয়ার সময় একটি মিছিল থেকে নগরের ষোলশহরে চশমাহিলের বাসভবনে শিক্ষামন্ত্রীর বাসায় এ হামলা হয়। এ সময় মন্ত্রীর বাসভবনের গেট ভেঙে ঢুকে কয়েকটি গাড়ি ও বিভিন্ন জিনিস ভাঙচুর করা হয়।
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, কয়েক হাজার মানুষের মিছিল আমার বাড়ির গেট ভেঙে ঢুকে দুটি গাড়িসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছে। এ সময় হামলাকারীরা বাড়িতে প্রবেশেরও চেষ্টা করে।
তিনি বলেন, এটা আমাদের ছাত্রদের কাজ নয়। আমাদের ছাত্রদের আমরা এসব শেখাইনি। এটি পরিকল্পিত হামলা।
সন্ধ্যা ৭টার দিকে সরেজমিনে দেখা যায়, বহুতল ভবনটির নিচের প্রধান ফটকটি ভাঙা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জানালার কাচ। পার্কিংয়ে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে একটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়কশ নেতাকর্মী ভিড় করে স্লোগান দিচ্ছেন।
নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মোখলেসুর রহমান বলেন, মিছিল থেকে হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh