ঝিনাইদহে আগুনে পুড়ে প্রাণ গেল ২ আন্দোলনকারীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ১১:৫২

ঝিনাইদহ জেলার মানচিত্র
ঝিনাইদহে সাবেক এক ছাত্রলীগ নেতার বাড়িতে আগুন দিয়ে গিয়ে পুড়ে মারা গেছে দুই আন্দোলনকারী।
গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলার ঢাকালে পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত রাব্বির বাড়ি উপজেলার ফয়লা ও মনজুর বাড়ি খয়েরতলা এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনার পর কিছু বিক্ষুব্ধ জনতা বিকালে কালীগঞ্জ উপজেলা শহরের ঢাকালে পাড়া এলাকার জুয়েল নামের এক ব্যক্তির বাড়িতে আগুন দেয়। এর মধ্যে রাব্বি ও জুয়েল নামের দুই আন্দোলনকারী ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন ধরাতে গেলে তারা আর নিচে নামতে পারেনি। ফলে সেখানেই পুড়ে তাদের মৃত্যু হয়।
তবে এ বিষয়ে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।