রাঙ্গামাটিতে ইউপিডিএফ-জেএসএস মুখোমুখি, শহরজুড়ে আতঙ্ক

শেখ হাসিনার সরকার পতনের পর রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস অধ্যুষিত রাঙ্গামাটি শহরে ইউপিডিএফের কর্মসূচি ঘিরে মুখোমুখি অবস্থানে জেএসএস-ইউপিডিএফ নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে জেলার কাউখালী ও সদর উপজেলার কুতুকছড়িসহ বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌ-পথে রাঙ্গামাটি শহরের প্রবেশের চেষ্টা করে ইউপিডিএফ নেতাকর্মীরা। কর্মসূচির খবর পেয়ে আগে থেকেই শহরের ভেদভেদ শিমুলতলী এলাকায় নিরাপত্তাবাহিনী অবস্থান নিলে শহরে প্রবেশ করতে পারেননি কর্মসূচি অংশগ্রহণকারীর একটি গ্রুপ।

অন্যদিকে কলেজগেইট এলাকায় ইউপিডিএফের নেতাকর্মীরা অবস্থান নিলে জেএসএস নেতাকর্মীরা মুখোমুখি হয়। এছাড়া রাজবাড়ী নৌ-পথে ইউপিডিএফ নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে জেএসএস কর্মীরা ইটপাটকেল ছুঁড়ে। বর্তমানে রাঙ্গামাটি শহর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে শহরের পাহাড়ি জনগোষ্ঠী অধ্যুষিত টিএন্ডটি, কল্যাণপুর ও বনরূপায় দোকানপাট বন্ধ হয়ে গেছে। 

শহরে টহলে নেমেছে নিরাপত্তাবাহিনী। রাস্তায় ঘোরাবেড়া করাদের বাসায় যেতে আহ্বান জানিয়েছে তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //