আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ, আটকা ২ হাজার পণ্যবোঝাই ট্রাক

বাংলাদেশে নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। ভারতের পেট্রাপোল থেকে পণ্যবোঝাই কোনো ট্রাক ছেড়ে বাংলাদেশের বেনাপোল বন্দরে আসেনি কিংবা কোনো ট্রাক ভারতেও যায়নি। ফলে গতকাল সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশে ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে সেই সাথে বন্দরে পণ্য খালাসও বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর ব্যবহারকারীরা জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। গতকাল সোমবার শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই অস্থিরতা শুরু হয়। পণ্য ওঠানো-নামানো ঠিকাদার ও শ্রমিক সরদারদের বেশির ভাগ আওয়ামী লীগের সমর্থক হওয়ায় তাঁরা বন্দর থেকে সরে পড়েন। এ জন্য পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। যে কারণে বেনাপোল-পেট্রাপোলে প্রায় দুই হাজারের মতো পণ্যবোঝাই ট্রাক আটকা রয়েছে।

তারা আরো জানান, আটকে থাকা পণ্যের মধ্যে বেশির ভাগই শিল্পের কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, মেশিনারিজ পণ্য। পাশাপাশি কিছু পচনশীল পণ্যও রয়েছে। এতে করে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ব্যবসায়ীদের ক্ষতি এড়াতে দ্রুত আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করার দাবি জানান তারা।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোলে প্রায় দুই হাজারের মতো পণ্যবোঝাই ট্রাক আটকে রয়েছে।

তবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করার ব্যাপারে আমরা বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করেছি। আশা করছি, দ্রুতই দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম হবে।

এদিকে ভারতের পেট্রাপোল সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বাংলাদেশে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীকাল থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, নিরাপত্তাহীনতার কারণে গতকাল সোমবার সকাল থেকে বাংলাদেশ–ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। পেট্রাপোল পোর্ট ম্যানেজারের সঙ্গে আলোচনা হয়েছে। দ্রুতই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //