Logo
×

Follow Us

জেলার খবর

শিশুপুত্রকে হত্যা করে বাবার আত্মহত্যা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১৪:০৮

শিশুপুত্রকে হত্যা করে বাবার আত্মহত্যা

ফাইল ছবি

যশোরের ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে নিজের শিশুপুত্র আয়মান হোসেনকে (১১) হত্যা করে নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা ইমামুল হোসেন (২৮)। গতকাল রবিবার (১১ আগস্ট) রাত দশটার দিকে নিজ বাড়িতে ঘরের ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।

ইমামুলের স্বজন  ও স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে থাকতেন। তার স্ত্রী মমতাজ বেগম (২৩) কে তার বাবার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে প্রায় সময়ই বাকবিতণ্ডতা লেগে থাকতো। 

এক পর্যায়ে স্ত্রী জোর করে ১১ মাসের শিশুসন্তান আইমানকে ইমামুলের কাছে রেখে বাবার বাড়ি চলে যান। এক সময় শিশু আইমান ক্ষুধায়  কান্নাকাটি শুরু করে। পরে ইমামুল কান্না থামাতে না পেরে, বিরক্ত হয়ে বাচ্চাটির গলাটিপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে শিশু আইমান মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ইমামুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে ইমামুলের মা রহিমা বেগম বলেন, দিনের বেলায় আমি বাচ্চাটাকে খাওয়া দাওয়া করিয়ে কোন রকম রেখেছিলাম। কিন্তু ছোট্ট শিশুটিকে নিয়ে আমার ছেলে এনামুল ঘুমায়। সকালে উঠে দেখি আমার ছেলের মৃত্যু দেহটি রশিতে ঝুলছে। পাশে বিছানায় আমার ছোট্ট আয়মানের মৃত্যু দেহ পড়ে রয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অন্য কোন কারণ আছে কিনা এ বিষয়ে অধিকতর তদন্ত চালান হচ্ছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫