চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবদুল্লাহ (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত রবিবার (১১ আগস্ট) দিবাগত রাতে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত আবদুল্লাহ নারায়ণপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তবে গতকাল সোমবার (১২ আগস্ট) রাত ১১টা পর্যন্ত তথ্য নিশ্চিত করেননি বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কর্তৃপক্ষ।
স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, নিহতের স্বজন ও বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে ভারতের মালদহ জেলার চাঁদনী চক সীমান্ত দিয়ে অবৈধভাবে আব্দুল্লাহসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় চাঁদনী চক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ।
এদিকে, গতকাল সোমবার (১২ আগস্ট) রাত ১১টা পর্যন্ত নিহতের মরদেহ হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে নিহতের সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে বলে জানান ৫৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত বিএসএফ বাংলাদেশি নিহত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh