ধামরাইয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে সূয়াপুর নান্নার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তালুকদারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। দাবি না মানলে মহাসড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা দেন তারা। 

আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে শিক্ষক-শিক্ষার্থীরা স্কুলে আসলে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে সকলেই এক দফা এক দাবি তালুকদার তুই কবে যাবি বলে স্লোগান দিতে দেখা যায়। 

এসময় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২৮টি দুর্নীতি অনিয়মের অভিযোগ এনে লিফলেট বিতরণ করা হয়। 

স্কুলের সিনিয়র শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, প্রধান শিক্ষক আনোয়ারুল সভাপতির ছত্রছায়ায় থেকে স্কুলে নিয়মিত অনিয়ম দুর্নীতি করে চলেছে। তিনি শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত মানসিক টর্চারিং করে যাচ্ছে। তার বিরুদ্ধে ২৮টি দুর্নীতি অনিয়মের অভিযোগ তুলে ধরা হয়েছে। আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি তিনি পদত্যাগ না করেন তাহলে আগামীকাল মহাসড়ক অবরোধ করা হব।

এ বিষয়ে অভিভাবক সদস্য তোফাজ্জল হোসেন বলেন, আমি বিষয়টি সভাপতিকে অবগত করেছি। তিনি বলেছে প্রধান শিক্ষককে রিজাইন লেটার দিতে বলা হয়েছে। তবে তার আগে তিন সদস্যের কমিটি গঠন করা হবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম তালুকদারকে কয়েক দফা ফোন করেও তাহার সাথে কথা বলা যায়নি।

এ বিষয়ে স্কুল কমিটির সভাপতি ড. সাইদুর রহমান সেলিম বলেন, প্রতিটি কাজই নিয়ম মেনে করতে হয়। আমি  বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে বসবো। তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণ করতে তিন সদস্যের বিশিষ্ট কমিটি গঠন করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //