পুঠিয়ায় প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৮:০১ পিএম
আপডেট: ১৩ আগস্ট ২০২৪, ১০:২৫ পিএম
রাজশাহীর পুঠিয়ায় পাওনা টাকা চাওয়ায় আজিজুল হক (৩৫) নামে এক ওয়ার্ড যুবদল নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি ওই এলাকার সিদ্দিক আলীর ছেলে। এসময় তার সাথে থাকা যুবদলকর্মী মিজান (৩০) মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রামেক হাসপাতালে আইসিউতে রাখা হয়েছে। উভয়ের বাড়ি পুঠিয়া উপজেলার কাঁচুপাড়া গ্রামে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার বাসুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অবস্থান করছে। যুবদল নেতা আজিজুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, কাচুপাড়া এলাকায় ঘুরতে যায় দুর্গাপুর উপজেলার ভেগার মোড় এলাকার আওয়ামী লীগ নেতা মহসিন আলী। এসময় তার কাছে পাওনা টাকা চায় যুবদল নেতা আজিজুল। দুপুর দুইটার দিকে তাকে কৌশলে পুঠিয়ার বাসুপাড়া বাজারে ডেকে নেয় মহসিন। আজিজুল তার সঙ্গী মিজানকে নিয়ে বাসুপাড়া বাজারে পৌঁছতেই পেটাতে থাকে মহসিন ও তার সঙ্গীরা। এসময় ঘটনাস্থলেই নিহত হন আজিজুল ও মারাত্মক আহত হন মিজান।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, আজিজুল নামের একজন ঘটনাস্থলে নিহত হন। আহত অন্যজনকে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh