হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনা হোক: দুলু

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রীর অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে হাসিনা। বর্তমান সরকারের কাছে দাবি, এই খুনি হাসিনাকে অতি শর্তে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হোক।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে হাসিনার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতা রুহুল কুদুস তালুকদার দুলু বলেন, যে ভোটে বেগম খালেদা জিয়া অংশ গ্রহণ করবে, যে ভোটে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশগ্রহণ করতে পারবে সে ভোট বাংলাদেশে হবে। এ ভোটের জন্যই তো আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। খুব দ্রুত এ নির্বাচন দেশের মাটিতে হবে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার ও নাটোরের জনগণের দাবি, সকল হত্যার বিচার করতে হবে।

বিএনপির নেতা বলেন, এই গণহত্যার যিনি নায়ক/নায়িকা তিনি ভারতে রয়েছেন। সরকারের কাছে অনুরোধ, এই হত্যাকারী শেখ হাসিনাকে অতি শর্তে দেশে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করুন। তারপর জাতির সামনে বিচারের মুখোমুখি করুন। গত ১৫ বছর আমাদের নেতাকর্মীদের খুনি হাসিনা সরকারের যে সমস্ত সন্ত্রাসী হত্যা করেছে তাদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক।

দুলু আরো বলেন, গত ১৫ বছর নাটোরের প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের কোনো মামলা নেননি। আওয়ামী লীগের সন্ত্রাস শিমুলের নির্দেশে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। কিন্তু কোনো মামলা নেওয়া হয়নি। শিমুলকে এক নম্বর আসামি করে মামলা করে সকলকে গ্রেপ্তারের আহ্বান করছি।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন— বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌর সভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, মৎস্য দলের নেতা আব্বাস আলীসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //