Logo
×

Follow Us

জেলার খবর

বদিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১৯:৩৭

বদিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা

সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

কক্সবাজারের টেকনাফে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। 

গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় এ অভিযোগ দায়ের করেন। এতে অজ্ঞাতনামা প্রায় ৭০ জনকে আসামি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

অভিযোগে বাদী উল্লেখ করেন, ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির নেতৃত্বে কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহর মালিকানাধীন ফিলিং স্টেশন (পেট্রল পাম্প), আলো শপিং কমপ্লেক্স, হোটেল নাফ কুইনসহ আরো বেশ কয়েকটি স্থাপনায় সশস্ত্র হামলা চালানো হয়। এতে ব্যাপক গুলি ও ভাঙচুরের পাশাপাশি দোকানপাট লুটপাট করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫