কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪ এপিবিএনসহ অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল।
গ্রেপ্তারকৃতরা হলেন- ক্যাম্প-৭ এর জি-১৭ ব্লকের মো. ছিদ্দিকের ছেলে মো. রহিম(২৪), ক্যাম্প-১৮ এর এম-১০ ব্লকের সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭) ও ক্যাম্প-৬ এর সি-৬ ব্লকের মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।
পুলিশ সুপার আরেফিন জুয়েল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন অধিনায়ক মহোদয়ের নির্দেশে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বালুরমাঠ পুলিশ ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ২টি ওয়ানশুটারগান, একটি দেশীয় তৈরি রিভলবার, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh