গৌরনদীতে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

বরিশালের গৌরনদীতে দুর্বৃত্তদের হামলায় রাশেদ শিকদার (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে।

আজ শনিবার (১৭ আগস্ট) সকালে ময়না তদন্তের জন্য রাশেদের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের কালাম শিকদারের ছেলে। হত্যা মামলার ঘটনায় নিহতের বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহতের বড় ভাই রাসেল শিকদার অভিযোগ করে বলেন, আমার ভাই রাশেদ শিকদার ঢাকা মহানগরীর ইসলামবাগ এলাকায় আমার ব্যবসা দেখাশুনা করে আসছিল। বার্থী এলাকার আজিজুল তালুকদারের ছেলে স্থানীয় আল আমিন তালুকদার ও হামিম তালুকদার সম্প্রতি আমার ভাই রাশেদ শিকদারের কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।

দাবিকৃত চাঁদা দিতে আমার ভাই অস্বীকার করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় শুক্রবার রাত ৮টার দিকে বার্থী বাজারে পেয়ে আল আমিন তালুকদার, হামিম তালুকদার, স্থানীয় ওসমান তালুকদারের ছেলে সায়মন তালুকদার, জলিল সরদারের ছেলে ফয়সাল তালুকদার, হাদিস খানের ছেলে সোহান খানসহ ১০-১৫ জন রাশেদের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার জন্য রাশেদ দৌড়ে বার্থী বাজারের কামরুল খানের দোকানে আশ্রয় নেয়। সেখান থেকে ধরে জোরপূর্বক বার্থী বাসস্ট্যান্ডে নিয়ে হামলাকারীরা রাশেদকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটানোসহ রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেবাচিম হাসপাতালে রাশেদকে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা হাসপাতালে নেওয়ার পথে রাশেদ মারা যায়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, চাঁদা না পেয়ে রাশেদকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এনে নিহতের ভাই রাসেল শিকদার বাদী হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //