সাজেকে যাওয়ার পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় মার্লিনা রেমা নামে এক নারী পর্যটককে অপহরণের চেষ্টা করে একদল দুর্বৃত্ত। তবে সেনাবাহিনীর তৎপরতায় রক্ষা পেয়েছেন ওই পর্যটক। এসময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পর্যটক দলটির আরও চার সদস্য।
জানা গেছে, গতকাল শুক্রবার (১৬ আগস্ট) ঢাকা থেকে আসা ৭ বন্ধুর সাথে মার্লিনা রেমা সাজেক ভ্রমণে যাচ্ছিলেন। পথে মাচালং ব্রিজপাড়া এলাকায় ৬ জন দুর্বৃত্তকারী তাদের গাড়ির গতিরোধ করে। এসময় গাড়ি থেকে টেনে হিচড়ে মার্লিনা রেমাকে নামিয়ে নিয়ে যাওযার চেষ্টা করে।
খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়। সেনাবাহিনীর টহল দলের উপস্থিত দেখে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে সেনাবাহিনী।
আটকের খবর পেয়ে প্রায় শতাধিক গ্রামবাসী সেনাবাহিনীর গাড়ি ঘেরাও করে। তারা অপহরণকারী দুর্বৃত্তকে ছিনিয়ে নিয়ে যায়। একইসাথে উদ্ধারকৃত পর্যটককে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করে।
এসময় গ্রামবাসী অপহরণে বাধাপ্রদানকারী আরও ৪ জন পর্যটককে মারধর করে। পরে আহত পর্যটকদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সাজেক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপহরণ কালে মার্লিনা রেমাকে বাংলাদেশ সেনাবাহিনী উদ্ধার করে। তাকে উদ্ধার করে সাজেক থানায় হস্তান্তর করেন। পরে পুলিশ আইনি প্রক্রিয়ায় মার্লিনা রেমাকে তার পরিবারের কাছে তুলে দিয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সাজেক খাগড়াছড়ি মাচালং ব্রিজপাড়া অপহরণ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh