চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের দুই নেতাকে আটক করেছে বিজিবি।
আজ রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
এসময় তাদের তল্লাশি করে একটি ল্যাপটপ, বেশ কিছু সিল, দলীয় প্যাড, সার্টিফিকেট উদ্ধার করা হয়।
দর্শনা আইসিপির ইনচার্জ নায়েক সুবেদার মোস্তফা জানান, দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এ দুইজন। এসময় বিজিবির টহলদলের কাছে তারা ধরা পড়ে।
আটককৃতরা হলেন- রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার কাজিহাটা গ্রামের আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)। এদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh