মেরিন ড্রাইভে ভেঙে পড়েছে ২০টি বিদ্যুতের খুঁটি, যান চলাচল ব্যাহত

ভারী বর্ষণ ও প্রবল বাতাসে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে প্রায় ২০টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। যার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগের লোকজন।

আজ সোমবার (১৯ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোরে তীব্র বাতাসে দরিয়া নগর থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ২০ টি বিদ্যুতের খুঁটি মাটিতে হেলে পড়েছে। এতে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে যায়। তারা যান চলাচলের জন্য খুঁটিগুলো সরানোর তৎপরতা চালাচ্ছে। কিন্তু বৃষ্টি হওয়ায় তাতেও বেগ পেতে হচ্ছে।

কক্সবাজার বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল কাদের গণি বলেন, মেরিন ড্রাইভ সড়কে প্রায় ২০টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। আমরা তা সরানোর জন্য কাজ করছি। শহরের পরিস্থিতি ভাল আছে।

গত শনিবার থেকে কক্সবাজারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় কক্সবাজারে মোট বৃষ্টিপাত ১৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরী অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর-দিয়ে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর পুনঃ ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //