১০০০ টাকা কেজি কাঁচা মরিচ!

প্রতিবছরই ঈদ উৎসব ও অন্যান্য কারণে কাঁচা মরিচের দাম উঠানামা করে। এতে বিপাকে পড়েন সাধারণ ক্রেতারা। তবে এবার আগের সব রেকর্ড ভেঙ্গে নতুন করে রেকর্ড সৃষ্টি করেছে কাঁচা মরিচের দাম। জানা গেছে, বন্যার কারণে সরবরাহ সংকট তৈরি হয়েছে  এমন অভিযোগ তুলে চট্টগ্রামে কাঁচা মরিচের কেজি হাজার টাকা ছুঁই ছুঁই করছে। জানা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৯০০ টাকা, অনেকে আবার দাম হাঁকাচ্ছেন ১০০০ টাকা।

চট্টগ্রামের ব্যবসায়ীরা বলছেন, অধিকাংশ সবজি চট্টগ্রামের বাজারে আসে বগুড়া, ফরিদপুর, জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে। গত তিন দিন বাজারে সবজি আসছে না। এতে বাজারে সংকট দেখা দিয়েছে। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

নগরীর কাজীর দেউড়ি বাজারে সবজী কিনতে আসা ব্যাংকার হোসেন আলী বলেন, গত বৃহস্পতিবার ১০০ গ্রাম নিয়েছিলাম ৩৫ টাকা দিয়ে। গতকাল শনিবার বাজারে ৯০০ টাকা কেজি দাম চাইছে। এমন হলেতো কাঁচা মরিচ ছাড়াই চলতে হবে। 

এদিকে নগরের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজার ঘুরে দেখা গেছে, দোকানিরা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকায়।

বহদ্দারহাট বাজারের আবুল নামের এক সবজী বিক্রেতা বলেন, বাজারে গত দু-তিন দিন কাঁচামরিচ না আসায় সংকট দেখা দিয়েছে। মহাসড়কে পানির কারণে দূরের জেলা থেকে সবজি ও মরিচ আসছে না। দুদিন আগেও কাঁচা মরিচ প্রতি কেজির দাম ১৭০-২৮০ টাকার মধ্যে ছিল। এখান বাজারে কাঁচামরিচ তেমন একটা নেই, তাই দাম বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, বাজারে কাঁচা মরিচ সরবরাহ না থাকলে দাম বাড়তি নেয়ার কোনও সুযোগ নেই। অভিযানে অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh