ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অনুপম ঘোষ নামে এক ভারতীয় যুবককে আটক করে জনতা। অভিযোগ, ওই যুবক ভারতীয় গোয়েন্দা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (RAW-র) এজেন্ট। পরে খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ রবিবার (২৪ আগস্ট) তাকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, আটক অনুপম ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের নিমথা থানার দুর্গানগর গ্রামের অনুপ ঘোষের ছেলে। তিনি ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও কসমেটিকস ব্যবসায়ী। বিগত এক বছর ধরে বাংলাদেশে এ ব্যবসা করে আসছেন।
পুলিশ আরও জানায়, গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ভিসা পাসপোর্ট দিয়ে বাংলাদেশে আসেন। পরে তিনি আখাউড়া পৌরশহরের রজনীগন্ধা আবাসিক হোটেলের দ্বিতীয় তলায় একটি রুম ভাড়া নিয়ে অবস্থান করছেন। রবিবার বেলা ১১টার দিকে অনুপম নাস্তা করতে শহরের নাইন স্টার হোটেলে যান। এ সময় তার গতিবিধি দেখে লোকজন তার পরিচয় জিজ্ঞাসা করতেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনুপম রজনীগন্ধা আবাসিক হোটেলে গিয়ে ওঠেন এবং হোটেল থেকে ভারতীয় হাইকমিশনারকে ফোন দিয়ে ঘটনা জানান।
হাইকমিশন বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করলে টহল পুলিশের একটি দল রজনীগন্ধা আবাসিক হোটেল থেকে ভারতীয় নাগরিক অনুপমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. সোহেল রানা বলেন, ভারতীয় যুবক বৃহস্পতিবার থেকে ওই হোটেলে অবস্থান করছেন। স্থানীয়দের সন্দেহ হলে তার পরিচয় জানতে চাইলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ হেফাজতে তার জিজ্ঞাসাবাদ চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ভারতীয় যুবক আটক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh