নাটোরের সাবেক এমপি শিমুলসহ ১৩৫ জনের নামে হত্যা মামলা

নাটোরে গার্মেন্টস ব্যবসায়ী মেহেদী হাসান রবিনকে হত্যা মামলায় নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলসহ ১৩৫ জনের নামে থানায় এজাহার দায়ের করেছেন নিহতের মামা সোহেল রানা। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।

আজ সোমবার(২৬ অগাস্ট) দুপুরে নাটোর সদর থানায় এই অভিযোগ দায়ের করা হয়। 

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে শহরের বড়গাছা এলাকা থেকে অভিযুক্ত সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে  মেহেদী হাসান রবিনকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে আটকে রাখে। পরে সেই ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যান। এসময় রবিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট ভোরে মারা যান। ঘটনার পর থেকে দেশের সার্বিক পরিস্থিতির কারণে ও পুলিশ সদস্যদের কর্মবিরতির জন্য অভিযোগ করতে বিলম্ব হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, এজাহার নথিভুক্ত করার প্রক্রিয়াধীন রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //