Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে আ.লীগের নেতাকর্মীদের হামলায় নারীসহ আহত ৭

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ১৯:৫০

পিরোজপুরে আ.লীগের নেতাকর্মীদের হামলায় নারীসহ আহত ৭

পিরোজপুর জেলার মানচিত্র। ফাইল ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নারীসহ সাতজন আহত হয়েছেন। গতকাল রবিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আবাসন এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন- এমাদুল কাজী (২৭), আল-আমীন শেখ (১৮), আব্দুর রহিম (২৫), মেহেদী হাসান (২৬), নাজমা বেগম (৩৫), বেল্লাল হাওলাদার (৪০) ও তারেক (২৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়েরহাটে আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা চায়ের দোকানে জামায়েতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি নিয়ে কথা বলেন। এসময় উত্তেজিত হয়ে একই এলাকার বাসিন্দা ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রনি হাওলাদার ও মহারাজ হোসেনের নেতৃত্বে ২৫-৩০জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের ওপর অতার্কিত হামলা চালায়। হামলায় সাতজন গুরুতর আহত হয়।

আহত এমাদুল কাজী বলেন, আমরা চায়ের দোকানে বসে জামায়েতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি নিয়ে কথা বলছিলাম। এসময় আওয়ামী লীগের নেতা রনি হাওলাদার ও মহারাজ হোসেন উত্তেজিত হয়ে আমাদের হুমকি দিয়ে চলে যান। পরে রনি হাওলাদার ও মহারাজ হোসেন ২৫-৩০জন লোক নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা করেন।

অভিযুক্ত আওয়ামী লীগের নেতা রনি হাওলাদার ও মহারাজ হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলে বন্ধ পাওয়া যায়। 

ইন্দুরকানী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫