সাবেক জেলা রেজিস্ট্রার এ,এম,এম, মোহসীন আর নেই

সাবেক জেলা রেজিস্ট্রার এ,এম,এম, মোহসীন গত বৃহস্পতিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক রাত ১২টা ৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার প্রথম জানাজা গুলশান সেন্ট্রাল মসজিদ (আজাদ মসজিদ) – এ শুক্রবার বাদ জুম’আ অনুষ্ঠিত হয়। তাঁর পৈত্রিক নিবাস ফেনী জেলার সদর থানা অন্তর্গত শর্শদি ইউনিয়নের ঘাগরা গ্রামে।

জনাব মোহসীন আশির দশকে সাব-রেজিস্ট্রার হিসেবে সুনামগঞ্জের শাল্লায় কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি সুনামগঞ্জের দ্বিরাই, জামালগঞ্জ, তাহিরপুর, বাদশাগঞ্জ, কুমিল্লার গুণবতী, নাঙ্গলকোট, চট্টগ্রামের সন্দ্বীপ, বৃহত্তর নোয়াখালীর সদর, সেনবাগ, সোনাইমুড়ি, বসুরহাট, ফেনী সদর ও  নারায়ণগঞ্জ সদরে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লক্ষ্মীপুর জেলার জেলা – রেজিস্ট্রার হিসেবে অবসর গ্রহণ করেন।

উল্লেখ্য, জনাব মোহসীনের সন্তান মিডিয়া ব্যক্তিত্ব প্রকৌশলী মোহাম্মদ তারেক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //