Logo
×

Follow Us

জেলার খবর

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১৪:৩৪

খাগড়াছড়িতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারকৃতরা। ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাতে রামগড়ের নাকাপা থেকে ধর্ষণের অভিযোগে মো. ইউসুপ, মো. রানা ও মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর। 

আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরো জানান, ২২ আগস্ট রাতে নাকাপা এলাকায় অভিযুক্তরা এক নারী ও তার মেয়েকে তুলে নিয়ে বাড়ির পাশে কলা বাগানে নেয়। এসময় মেয়ে দৌড়ে পালালেও অভিযুক্তরা এই নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। পরে মেয়ের চিৎকারের স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা দৌড়ে পালিয়ে যায়। অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

এই ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করার পাশাপাশি অভিযুক্তদের বিচার দাবিতে বিক্ষোভ করে বিভিন্ন পাহাড়ি সংগঠন। গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হবে জানিয়েছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫