অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

পিরোজপুরের ইন্দুরকানীতে অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। আন্দোলনের মুখে অবশেষে তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিকী।

জানা যায়, আজ বুধবার (২৮ আগস্ট) উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। 

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিকী বিষয়টি তদন্তের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমীকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেন।

কমিটির অপর সদস্যরা হলেন- মাদ্রাসার প্রাক্তন উপাধ্যক্ষ মো. হারুন অর রশিদ, দাতা সদস্য সোহরাফ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি আ. রাজ্জাক হাওলাদার, শিক্ষক আলী আক্কাস প্রমুখ। 

পরে সহকারি অধ্যাপক ড. আব্দুল্লাহ হিল মাহমুদকে মৌখিকভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। এসময় অধ্যক্ষের কক্ষ ও আলমারি সিলগালা করে দেওয়া হয়। 

উল্লেখ্য, গত ২২ আগস্ট থেকে ওই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সাবেক ও বর্তমান ছাত্ররা, অভিভাবক এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করে আসছে। ওইদিন থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে। এছাড়া তিনি গত ১ আগস্ট থেকে অদ্যবদি পর্যন্ত মাদ্রাসায় অনুপস্থিত রয়েছেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী জানান, ছাত্র, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর মতামত নিয়ে বিষয়টি তদন্ত করার জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //