সিরাজগঞ্জে শহরের এক দোকান কর্মচারী অপহরণের পর নির্মমভাবে হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া প্রত্যেককে ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকার অর্থদণ্ড ও ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পেশকার মনোয়ার হোসেন।
সাজাপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লার সাইফুল ইসলামের ছেলে ইসমাইল শেখ ওরফে রাসেল, ফরহাদ শেখের ছেলে রবিন, ফরিদ সেখের ছেলে নাহিদ ও আলম সেখের ছেলে আব্দুল মমিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ জুন সিরাজগঞ্জ শহরের এসএস রোডের আলাউদ্দিন স্টোরের কর্মচারী শামিম সেখ দোকানের বকেয়া টাকা তোলার জন্য জেলার উল্লাপাড়ায় যান। সেদিন রাতে তার সঙ্গে দোকান মালিক ও পরিবারের সদস্যরা যোগাযোগ করেও খোঁজ পাননি। পরদিন উল্লাপাড়া উপজেলার বড়হর দক্ষিণপাড়া থেকে শামিমের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে শামিমের বাবা শামসুল হক উল্লাপাড়া থানায় মামলা করেন।
আসামি ইসমাইল সেখ ওরফে রাসেল ও রবিন সেখ গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জামিনে মুক্ত হওয়ার পর থেকে আসামিরা পলাতক রয়েছেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালতের বিচারক উল্লিখিত রায় প্রদান করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিরাজগঞ্জ হত্যা মামলা আদালত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh