কক্সবাজারে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজারে একটি মাদক মামলায় তিন অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড এবং সেটি অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার (২৮ আগস্ট) কক্সবাজার জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে বজরুজ মিয়া, বালুখালী পূর্বপাড়া এলাকার আব্দু শুক্কুরের ছেলে মোহামম্দ ইসমাইল ও পালংখালী আঞ্জুমানপাড়া এলাকার আবুল মঞ্জুরের ছেলে ছৈয়দুল বশর প্রকাশ ছৈয়দ উল্লাহ। 

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর ( পিপি) সৈয়দ মো. রেজাউর রহমান রেজা।  তিনি জানান , আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালে ২৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রহমতের বিল প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে একশত পাঁচ কোটি টাকা মূল্যের ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করে বিজিবির একটি টহল দল। এ ঘটনায় বিজিবির হাবিলদার আবুল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ধারায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪৩/২০২৩, জিআর-২১৭/২৩। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ওই বছরের ১০ জুন আদালতে চার্জশিট দেন। একই বছর ১৮ অক্টোবর মামলার চার্জ গঠন করে ৯ জন সাক্ষী ও ৪ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার তিনজনের বিরুদ্ধে এ রায় দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী নুরুল মোস্তফা মানিক বলেন, আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //