‘ভারতের পানি আগ্রাসন শেখ হাসিনার নতজানু নীতির ফসল’

ভারতের পানি আগ্রাসনের এই ভয়াবহতা শেখ হাসিনার নতজানু পররাষ্ট্র নীতির ফসল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য দিল্লির গোলামী করেছে। অন্তর্বর্তী সরকারের কাছে বার্তা পৌঁছাতে চাই, ভারতের পানি আগ্রাসনের স্থায়ী সমাধানে দরকার বোধে বাংলাদেশের সীমান্তে পালটা বাঁধ নির্মাণ করুন।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করীম এ আহ্বান জানান।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখা আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর শাখার সভাপতি তানভীর আহমেদ শোভন। এছাড়া সঞ্চালনায় ছিলেন- সাধারণ সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও শায়খে চরমোনাই আরো বলেন, দেশ আজ মহাবিপর্যয়ের সম্মুখীন। ফেনী, নোয়াখালীসহ দেশের বিশাল একটি জনপদ আজ ভারতের পানি আগ্রাসনের শিকার। বন্যার্ত এলাকার যে ভয়াবহ রূপ আমি নিজ চোখে দেখে এসেছি, তা ভাষায় প্রকাশ করা মতো নয়। ভারতের পানি আগ্রাসনে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত এলাকায় মানুষ মারা গেলে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়ার মতো নির্মম ইতিহাস বাংলাদেশে রচিত হয়েছে।

তিনি বলেন, দেশের সচেতন শিক্ষার্থী সমাজের মহান আত্মত্যাগের ফলে আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। যে বাংলাদেশে আর কোন লুটেরা, ভোট ডাকাত, দুর্নীতিবাজদের আবির্ভাব হবে না।

এসময় গত ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের সকল দুর্নীতিবাজ, লুটেরা, হত্যাকারীকে অতিদ্রুত বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীর শহীদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মুনাজাত করেন মুফতি ফয়জুল করীম। পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইউসুফ আহমাদ মানসুর বলেন, ‘বাংলাদেশে বারংবার শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শিক্ষা সিলেবাস আমদানি করে মেধাবিবর্যিত জাতি গঠনের অপচেষ্টা চালিয়েছে। আমরা আর এইগুলো চাই না। আমরা চাই বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে উঠুক যার মাধ্যমে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো। এমন শিক্ষা ব্যবস্থা চাই যা শিক্ষার্থীদের দেশপ্রেমিক, আদর্শিক ও নৈতিক নাগরিক হিসাবে গড়ে তুলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সভাপতি ও জামিআ মাহমুদিয়া মাদরাসার মুহতাতিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকীম, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের আশ্রাফী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ছালাম গোমস্তা, জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়াতুল্লাহ খান আজাদী, ইসলামী আইনজীবী পরিষদ মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী আন্দোলন জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মাদ ওসমান গনী, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের সভাপতি মুহিববুল্লাহ কাজেমী, জাতীয় শিক্ষক ফোরাম মহানগরের সভাপতি অধ্যক্ষ ওমর ফারুক ও ইসলামী যুব আন্দোলন মহানগরের সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মাদ সালাউদ্দিন, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসান মাহমুদ, বি.এম কলেজ সভাপতি এস.এম হাসান রাজু, চরমোনাই কওমিয়া সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকী, চরমোনাই আলিয়া সভাপতি মুহাম্মাদ কাওসার মাহমুদ ও মহানগরের সহ-সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //