খাগড়াছড়ির রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুই কিশোর ১৮ ঘণ্টা পরও উদ্ধার হয়নি।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল মো. নয়ন (১৩) ও মো. বাদশা (১৬) নামে দুইজন নিখোঁজ হয়েছে।
নিখোঁজ নয়ন পৌরসভার শ্বাশানটিলা গ্রামের মো. শফিকের ছেলে ও বাদশা পাতাছড়া ইউপির আবদুল জব্বারের ছেলে।
নয়নের পিতা মো. শফিক জানান, বৃহস্পতিবার বিকেল ৩টার সহপাঠিদের সাথে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায়। ডুবুরি এসেও অনেক খোঁজাখুঁজি করেও কোন হদিস পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ, বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি এসে উদ্ধার চেষ্টা করে পানির তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ স্থগিত করেন।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরী ইউনিটের সাব-অফিসার মো. জসিম উদ্দিন জানান, নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। নিখোঁজদের সন্ধানে নদীর বিভিন্ন পয়েন্টে এখনো অভিযান চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : খাগড়াছড়ি ফেনী নদী রামগড় উপজেলা বাংলাদেশ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh