Logo
×

Follow Us

জেলার খবর

বিএনপিতে ভয়ংকর মোনাফেক আছে: আলতাফ চৌধুরী

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১৭:১৩

বিএনপিতে ভয়ংকর মোনাফেক আছে: আলতাফ চৌধুরী

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।

বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সরকারের পতনের পর শেখ হাসিনাকে ভারত শুধু আশ্রয় দেয়নি, গাড়ি-বাড়ি অফিসসহ যাবতীয় সুবিধা দিয়েছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই দেশে আওয়ামী লীগের প্রেতাত্মা ও ভারতীয় রয়ের যত এজেন্সি আছে তার থেকেও বিএনপির ভেতর ভয়ংকর মোনাফেক রয়েছে। তাই তাদের থেকে সাবধান থাকতে হবে।

আজ শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পটুয়াখালী শহীদ মিনারে আয়োজিত গণজমায়েত অনুষ্ঠানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপির নেতা মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্না মিয়া।

আলতাফ হোসেন চৌধুরী বলেন, ছাত্রদের আন্দোলনে আল্লাহর রহমত ছিল। তদ্রূপ আল্লাহর রহমত হিসেবে প্রফেসর ড. ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন। তাই তাকে সাহায্য-সহযোগিতা করতে হবে। দেশের সব ডিপামেন্ট শিক্ষা নীতি আর ধর্ম নীতি বলেন সকল সেক্টর আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে। এ গুলোকে সংশোধন করে পুনরায় ঠিক করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। ওই নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করতে তারাই দেশ শাসন করবে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৬ বছরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আমরা দেখিনি। এসময় যেসব ছেলে মেয়েরা ভোটার হয়েছে, তারাও কিন্তু এখনো ভোট দিতে পারেনি। তাই আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার চেষ্টা করতে হবে। যে কারণে তত্ত্বাবধায়ক সরকারে প্রধান হলেন ড. ইউনুস। আপনারা জানেন ইউনুস সাহেব কোন সাধারণ লোক নন, অথচ ভুয়া আওয়ামী লীগ সরকার তাকে কত রকম অত্যাচার অবিচার করেছে। তাকে জেল পর্যন্ত দিয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫