মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন নবী হোসেন গ্রুপের প্রধান রোহিঙ্গা নবী হোসেন (৪৭) ও তার ভাই সৈয়দ হোসেন ওরফে বুলুকে (৪৫) আটক করেছে এপিবিএন। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
আটককৃতরা হলেন- উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত মোস্তাক আহমেদের ছেলে নবী হোসেন (৪৭) এবং তার ভাই সৈয়দ হোসেন ওরফে বুলু (৪৫)।
অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, শুক্রবার (৩০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৮ এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এপিবিএন পুলিশের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh