নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ পিএম
কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম সহ বাংলাদেশের একটি বড় অংশ বন্যা কবলিত হয়েছে। বন্যা-পরবর্তী পুনর্বাসনসহ বন্যার্তদের সহযোগিতায় সারা বাংলাদেশের আপামর জনতা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন মাধ্যমে মানুষজন ত্রাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে।
তারই ধারাবাহিকতায় আজ সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম (ডিইউডিএসএফ) এর পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির বর্তমান সভাপতি সিয়ামুল কাউসার উদয়, সাধারণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ ওসান, সাংগঠনিক সম্পাদক তানজিন আলম, শিক্ষা ও ছাত্র-ছাত্রী বিষয়ক সম্পাদক মেহজাবিন লিয়া, নূর নবী এবং সাবেক সাধারণ সম্পাদক নূর নজরুল ইসলাম।
উপদেষ্টাবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্য হতে সংগৃহীত আর্থিক সহায়তা ‘টিএসসি গণ ত্রাণ সংগ্রহ’ বুথে প্রদান করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বন্যা-পরবর্তী পুনর্বাসন বন্যার্তদের সহযোগিতা ত্রাণ সহায়তা আর্থিক সহায়তা ডিইউডিএসএফ ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh