Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোলে ৮ দোকান ঘরে তালা দিলো পুলিশ

Icon

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩২

বেনাপোলে ৮ দোকান ঘরে তালা দিলো পুলিশ

সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা দিচ্ছে পুলিশ।

বেনাপোল চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের সাথে প্রতারণার অভিযোগে প্রতারকচক্রের ৮টি সাইনবোর্ড বিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। এসময় আরো ৪টি দোকানের মালিককে সতর্ক করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট এলাকায় অবস্থিত এসব দোকানে তালা ঝুলানো হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানান, বেনাপোল বন্দর হয়ে ভারতে চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসাসহ বিভিন্ন কাজে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করে। একশ্রেণির প্রতারকচক্র চেকপোস্ট এলাকায় বিভিন্ন মার্কেটে সাইনবোর্ড বিহীন দোকান ঘর ভাড়া নিয়ে বসে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব যাত্রীদের পাসপোর্টের ফরম ও ভ্রমণ ট্যাক্স কেটে দেওয়ার কথা বলে ওইসব দোকান ঘরে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের টাকা-পয়সা ও সাথে থাকা মূল্যমান জিনিসপত্র কেড়ে নেয়। তবে  চেকপোস্ট এলাকায় বিভিন্ন সংস্থার নিরাপত্তা বাহিনী থাকলেও তারা তেমন কোন ভূমিকা রাখেন না। সর্বশেষ গতকাল সোমবার চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ৮ পাসপোর্টধারী যাত্রীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয় প্রতারকরা। আজ দুপরে চেকপোস্ট এলাকায় সাইনবোর্ড বিহীন ৮টি দোকান ঘরে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত (ওসি) সুমন ভক্ত পাসপোর্ট প্রতারকদের ৮টি দোকান ঘরে তালা ঝুলানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫