গণ-অভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শহীদদের স্মরণে ছাত্র-জনতার শহীদী মার্চ পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর বৈষম্যবিরোধী আন্দোলনের আয়োজনে শেরপুর সরকারি কলেজ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে এসে শেষ হয়।
মিছিলে বিভিন্ন স্লোগান দেয় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা স্লোগানে বলেন ‘শহীদের স্মরণে ভয় করিনা মরণে’, ‘শহীদদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’।
এসময় শহীদী মার্চে উপস্থিত ছিলেন শেরপুর শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, ডায়াবেটিকস হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিয়া সামাদ ডালিয়া, সমাজ-কর্মী তাহমিনা জলি, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য মো. জিতু, তৌহিদুর রহমান তৌহিদ, সোহানুর রহমান সোহান, মনি আক্তার প্রমুখ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh