নাটোরে প্যানেল মেয়র মাসুমের বাসা থেকে অস্ত্র উদ্ধার

নাটোর পৌরসভার প্যানেল মেয়র মো. আরিফুর ইসলাম মাসুমের বাসায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে শহরের নিচাবাজর এলাকায় মাসুমের নিজ বাড়িতে ওই অভিযান চালানো হয়।

এসময় ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাট ও একটি গুলতি উদ্ধার করা হয়।

অভিযানকালে প্যানেল মেয়রের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে গ্রেপ্তার করা হয়। পরে প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুন নিজেই সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলখানায় পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh