Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে প্যানেল মেয়র মাসুমের বাসা থেকে অস্ত্র উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩২

নাটোরে প্যানেল মেয়র মাসুমের বাসা থেকে অস্ত্র উদ্ধার

যৌথ অভিযানে গ্রেপ্তারকৃতরা। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোর পৌরসভার প্যানেল মেয়র মো. আরিফুর ইসলাম মাসুমের বাসায় যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রবিবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে শহরের নিচাবাজর এলাকায় মাসুমের নিজ বাড়িতে ওই অভিযান চালানো হয়।

এসময় ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩ রাউন্ড খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ, ৩টি অস্ত্রের বাট ও একটি গুলতি উদ্ধার করা হয়।

অভিযানকালে প্যানেল মেয়রের ছোটভাই জিল্লুর রহমান সবুজ ও স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে গ্রেপ্তার করা হয়। পরে প্যানেল মেয়র আরিফুল ইসলাম মাসুন নিজেই সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জেলখানায় পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫