‘অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে’

ভোলার আইনশৃঙ্খলা অন্যান্য জেলার চেয়ে অনেক ভালো। আইনশৃঙ্খলা রক্ষার্থে যৌথ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে বৈধ অস্ত্র জমা নেওয়া হয়েছে। এখন অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানান নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। 

আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ভোলায় সংক্ষিপ্ত সফরে গিয়ে এসব কথা বলেন নৌবাহিনী প্রধান। 

আজ সকালে তিনি ভোলার সার্কিট হাউজে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা করেন। এছাড়াও জেলার নিরাপত্তায় নিয়োজিত নৌ-বাহিনীর সদস্যদের সাথে পৃথক আরো একটি মতবিনিময় সভায় অংশ নেন এবং ভোলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। 

তিনি বলেন, বাংলাদেশ নৌবাহিনী সকল প্রকার অপতৎপরতা প্রতিহত করে দেশে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে সদা তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, দেশ একটি গঠনমূলক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এসময় সকলকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র সংস্কারে সকলকে অরাজকতা-ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।

বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যেককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ দায়িত্ব পালনে সবাইকে আহবান জানান নৌ প্রধান। সকলের সম্মিলিত প্রয়াসে বিরাজমান পরিস্থিতি মোকাবিলা করে একটি জনবান্ধব ও কল্যাণমূলক রাষ্ট্র গঠনে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কামাল হোসেন, নৌ বাহিনী কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন ও ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল কুমার শীলসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh