কিশোরগঞ্জে সরকার পতনের একদফা আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলা, মারপিট, হত্যাচেষ্টার অভিযোগে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমানকে প্রধান আসামি করে ৯০ জনের নামে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ উত্তরপাড়া গ্রামের বাসিন্দা গুলিবিদ্ধ শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবী মো. সুজন মিয়া বাদী হয়ে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন।
মামলায় সাবেক রাষ্ট্রপতির ছেলে ও কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপি রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ- ২ আসনের সাবেক এমপি সোহরাব উদ্দিন, সাবেক রাষ্ট্রপতির ছেলে যুবলীগ নেতা রাসেল আহমেদ তুহিন, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খানসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় আসামিরা আগ্নেয়াস্ত্র,বিস্ফোরক ও লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের সমর্থনে মিছিল বের করেন। এসময় আসামিরা ছাত্র জনতার মিছিলে হামলা করে, গুলি ছোড়ে এবং সহিংসতা চালায়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত হন বাদী মো. সুজন মিয়া।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কিশোরগঞ্জ কিশোরগঞ্জ মডেল থানা মামলা আওয়ামী লীগ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh