দেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মত উন্নত করার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো নিশ্চিত না করে আপনারা নিজেরা যদি সিঙ্গাপুর যেতে চান তাহলে এ সরকারে থাকার নৈতিক অবস্থান আপনারা হারিয়ে ফেলবেন।
গতকাল মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাঙ্গামাটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ‘দুনীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায়’ তিনি একথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম প্রসঙ্গে হাসনাত বলেন, পাহাড়ে প্রান্তিক পর্যায়ে শিক্ষার গুণগত মান ক্রমশ হ্রাস পাচ্ছে। তাদের শিক্ষার সুযোগ-সুবিধা বৃদ্ধি করে গুণগত শিক্ষা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। ঢাকার শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে যে সুযোগ পাবেন পাহাড়ের প্রান্তিক পর্যায়ের সকল শিক্ষার্থী একই সুযোগ পাবেন। সবার জন্য মৌলিক মানবাধিকার নিশ্চিতসহ পাহাড় এবং সমতলের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই।
তিনি বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টির রাজনৈতিকরণ করা হচ্ছে। আমরা যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একসাথে ছিলাম; ঠিক একইভাবে রাষ্ট্রপুনর্গঠনের আন্দোলনে সবাইকে থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের যেসব ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের রক্তের মূল্য দিতে হলেও আমাদের সবাইকে রাষ্ট্র পুনর্গঠনে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সারাদেশে জনমত গঠনের অংশ হিসেবে রাঙ্গামাটিতে সফরে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। রাঙ্গামাটির সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ কেন্দ্রীয় সমন্বয়করা উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh