নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ এএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০২ এএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকার, কুররাতুল আইন কানিজ, ইফতেখার আলম, ফয়সাল আহমেদ উপস্থিতিতে নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটেছে। এছাড়া নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নাটোর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে। এছাড়া বিকেলে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে।
জানা গেছে, নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকার সমন্বয়কদের নিয়ে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা চলছিল। এ সময় অডিটোরিয়ামের ভিতরে অনুষ্ঠান চলাকালীন সময়ে দুই পক্ষের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে বিকেলে বৈষম্যবিরোধী ছাত্রদের ঢাকার কর্মসূচির মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয়েছে। এ ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী আসেন।
তবে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের দাবি, যারা প্রকৃতপক্ষে নাটোরের আন্দোলনে আহত হয়েছে তাদেরকে এড়িয়ে আজকের আয়োজনে না রাখায় ক্ষিপ্ত হয়ে পড়েন শিক্ষার্থীরা। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। তারা ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে নাটোরের কয়েকজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজি ও অনৈতিক সুবিধা নেয়ার প্রতিবাদও করেন।
এ ব্যাপারে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম বলেন, কলেজ মাঠে বৈষম্যবিরোধী ছাত্ররা মঞ্চ সাজ-সজ্জার কাজ করছিল। এ সময় তাদের মধ্য মতের অমিল হলে মঞ্চের কাপড় ছিড়ে ফেলে। এবং কয়েকটি চেয়ার ভেঙে ফেলে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh