সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে (৭৪) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ শিশির রঞ্জন চক্রবর্তী।
এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের গঠিত আট সদস্যের মেডিকেল বোর্ডের সভাপতি শিশির রঞ্জন চক্রবর্তী। তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক বিচারপতি এখন অনেকটা স্বাভাবিক ও সুস্থ। স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন। ঘা শুকিয়েছে। সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল বোর্ড তাকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কথা আছে।
সিলেটের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. ছগির মিয়া গণমাধ্যমকে বলেন, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আজ বৃহস্পতিবারই সিলেট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হবে। সেখানে তিনি কারাবিধি অনুযায়ী ডিভিশন পাবেন।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে স্থানীয় জনতার সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরদিন সকালে তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক আলমগীর হোসাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে বেধড়ক কিলঘুষি মারেন। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। কেউ কেউ অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। দলবদ্ধ লোকজনের আক্রমণ থেকে বাঁচিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে আদালত ভবনে ঢোকান।
সিলেটের কারাগার সূত্রে জানা যায়, ২৪ আগস্ট বিকেলে আদালত থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে শহরতলির বাদাঘাট এলাকায় সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে সংশ্লিষ্ট চিকিৎসক তাঁকে ‘আনফিট’ উল্লেখ করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সে অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতি মানিককে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে সার্জারি ওয়ার্ডের অধীনে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ওই রাতেই তাঁর স্ক্রোটাল ইনজুরির (অণ্ডকোষে আঘাত) অস্ত্রোপচার হয়। এর পর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক এই বিচারপতি।
হাসপাতাল কর্তৃপক্ষ সে সময় জানিয়েছিল, অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের হার্টে সমস্যা আছে। ১০ বছর আগে তিনি বাইপাস করেছিলেন। এ ছাড়া তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা আছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh