লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৩ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পিএম
ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলায় বাংলাদেশি এক যুবককে আটক করে ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারি স্থল বন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
আলমগীর শেখ (৩৪) নামে আটক ওই যুবক লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে। তিনি ট্যুরিস্ট ভিসায় ভারতে যান বলে জানা গেছে।
এর আগে, রবিবার রাতে তাকে আটক করে ভারতীয় পুলিশ চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে বুড়িমারী স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, ৩ সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভারতবিরোধী পোস্ট ও লাইভ করেন। বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে। রবিবার সন্ধ্যায় চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করা হয়। এরপর চলে জিজ্ঞাসাবাদ। অবশেষে তার ভিসা বাতিল করে বাংলাদেশে পাঠানো হয়।
আলমগীর শেখের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে গিয়ে, একটি লাইভে বলেন, ১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।
পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, ভারতীয় পুলিশ তদন্তের কারণে বাংলাদেশি ওই নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার ভারতে প্রবেশের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভারতবিরোধী পোস্ট বাংলাদেশি যুবকের ভিসা বাতিল বাংলাদেশি যুবক আটক বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ ভারতীয় পুলিশ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh