টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ভবদহের ৫০ গ্রাম

গত চার দিনের টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে যশোরের দুঃখ-খ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ৫০টি গ্রাম। এসব গ্রামে পানি ঢুকে প্লাবিত হয়েছে বাড়িঘর, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ধর্মীয় উপাসনালয়। তলিয়ে গেছে কয়েক হাজার মাছের ঘের। বিলগুলোতে প্রতিদিন বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে আরও নতুন নতুন এলাকা। 

বৃষ্টিপাত এখনও অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ। এর আগে গত মাসের (আগস্ট) ২৩, ২৪ ও ২৫ তারিখের হালকা ও মাঝারি বৃষ্টিতে এ অঞ্চলের খাল-বিলগুলো পানিতে টইটম্বুর হয়ে পড়ে। 

স্থানীয়রা জানান, ২০০৫, ২০০৬, ২০১৬, ২০২০ ও  ২০২১ সালেও ভবদহ অঞ্চলে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়। এবারও অভয়নগর উপজেলার ডহর মশিয়াহাটি, ডুমুরতলা, আন্দা, বলারাবাদ, বেদভিটা, চলিশিয়া, বারান্দী, দিঘলিয়া, দামুখালী, কপালিয়া ও দত্তগাতী গ্রাম এবং মণিরামপুর উপজেলার হাটগাছা, নেবুগাতি, পাঁচকাটিয়া, ভুলবাড়িয়া, পাচাকড়ি, সুজাতপুর, কুলটিয়া, লখাইডাঙ্গা, মহিষদিয়া, আলীপুর, পোড়াডাঙা, পদ্মনাথপুর, পাড়িয়ালী, দহাকুলাসহ কমপক্ষে ৫০টি গ্রাম, এবং কেশবপুরের বেশ কিছু গ্রামে বেশির ভাগ বাড়ির আঙিনায় পানি উঠেছে। পানিবন্দি হয়ে পড়েছে এসব গ্রামের লক্ষাধিক মানুষ।

ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, যশোর সদর উপজেলার আংশিক, অভয়নগর, মণিরামপুর, কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার ৫৪টি বিলের পানি নিষ্কাশিত হয় শ্রী নদীর ওপর নির্মিত ভবদহ স্লুইসগেট দিয়ে। এই অঞ্চলটি ভবদহ অঞ্চল নামে পরিচিত। ২০১৩ সালের পর এলাকার কোনো বিলে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) চালু না থাকায় পলি পড়ে এলাকার পানি নিষ্কাশনের মাধ্যম মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর বুক উঁচু হয়ে গেছে। ফলে নদী দিয়ে পানি নিষ্কাশিত হচ্ছে না। এছাড়া এলাকার ৫/৬টি বিলের পানি নিষ্কাশনের অন্যতম পথ আমডাঙ্গা খালটি সংস্কার না করায় এবং খালের ওপর নির্মিত ব্রিজটি ত্রুটিপূর্ণ হওয়ায় ওই পথে ঠিকমতো পানি নিষ্কাশিত হচ্ছে না। এই অবস্থায় বৃষ্টির পানিতে এলাকার বিলগুলো প্লাবিত হয়েছে। বিল উপচে পানি বিলসংলগ্ন গ্রামগুলোতে প্রবেশ করছে।

চলাচলের কয়েকটি রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন ভবদহ অঞ্চলের মানুষ। রাস্তা তলিয়ে যাওয়ায় এলাকার কয়েকটি জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh